গত কয়েক দিনে ভারি বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর পানি বাড়তে শুরু করেছে। তবে এখন পর্যন্ত বিপৎসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বাড়ার কারণে চর অঞ্চলের কিছু মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
শুক্রবার সন্ধ্যায় বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর কালিতলা পয়েন্টে পানি প্রবাহ রেকর্ড করা হয় ১৫ দশমিক ৯৬ সেন্টিমিটর। যা বিপৎসীমার ৭৪ সেন্টিমিটার নিচে। বৃহস্পতিবার সন্ধ্যায় যমুনার পানি ছিল বিপৎসীমার ৮২ সেন্টিমিটার নিচে। ২৪ ঘণ্টায় তা বেড়েছে ১২ সেন্টিমিটার।
বগুড়া পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদ বলেন, উজানের পানি ও বৃষ্টির কারণে যমুনা নদীর পানি প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। তবে এখন পর্যন্ত বিপৎসীমার ৭৪ সেন্টিমিটার নিচে রয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন