১৮ জুলাই, ২০১৯ ২২:০৮

'গ্রহণযোগ্য ব্যক্তিদের দিয়ে নির্বাচন কমিশন গঠন করে নতুন নির্বাচন দিন'

রাহাত খান, বরিশাল

'গ্রহণযোগ্য ব্যক্তিদের দিয়ে নির্বাচন কমিশন গঠন করে নতুন নির্বাচন দিন'

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারকে উদ্দেশ্যে করে বলেছেন, অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন, নির্বাচন কমিশন বাতিল করে গ্রহণযোগ্য ব্যক্তিদের দিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করুন এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধিনে দেশে নতুন নির্বাচন দিন। সময় পার হয়ে যাওয়ার আগেই বিরোধী দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করুন। 

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বরিশাল নগরীর হেমায়েত উদ্দিন কেন্দ্রিয় ঈদগাহ মাঠে  বুধবার বিকেলে বিভাগীয় বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল। 

বরিশাল মহানগর বিএনপি’র সভাপতি ও কেন্দ্রিয় কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের সভাপতিত্বে সমাবেশে মির্জা ফখরুল আরও বলেন, সরকার জনগণের পকেট কাটা বাজেট দিয়েছে। কৃষক ধানের ধানের ন্যায্য মূল্য পায় না। অথচ সরকারী কর্মকর্তা-কর্মচারীদের বেতন দিন দিন বাড়ছে। 

দেশে হত্যা, ধর্ষণ, গুম অস্বাভাবিকভাবে বেড়েছে। আদালতের মধ্যেও এখন হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে। দেশে সুশাসন বলতে কিছুই নেই। অথচ সরকার উন্নয়নের ঢোল বাজাচ্ছে। উন্নয়নের অন্তরালে আওয়ামী লীগ পকেট বোঝাই করছে। এভাবে চলতে থাকলে মানুষ অধিকার হারাবে। তাই ঘুঁড়ে দাঁড়াতে হবে। গ্রামেগঞ্জে গিয়ে মানুষকে ঐক্যবদ্ধ করে সরকারের অন্যায়ের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। বাংলাদেশের মানুষ কখনও পরাজয় স্বীকার করেনা বলেও বক্তব্যে বলেন তিনি। 

সমাবেশে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন, মধ্য রাতে নির্বাচিত সরকার সব কিছু ধ্বংস করে দিয়েছে। আওয়ামী লীগ দেশটাকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। 

স্থায়ী কমিটির আরেক সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বেগম জিয়াকে মুক্ত করতে আন্দোলনের বিকল্প নেই। আন্দোলন করতে হলে নিজেদের মধ্যে সকল ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। 

এসময় অ্যাডভোকেট জয়নাল আবেদিন, মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম, আলতাফ হোসেন চৌধুরী, মজিবর রহমান সরোয়ার, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, দক্ষিণ জেলা বিএনপি’র সভাপতি এবায়দুল চাঁন, উত্তর জেলা বিএনপি’র সভাপতি মেজবাউদ্দিন ফরহাদ, সাবেক এমপি আবুল হোসেন খান, মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়া, উত্তর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও কেন্দ্রিয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও দক্ষিণ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল কালাম শাহিন, কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতুল্লাহ সহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ এবং বিভাগের অন্যান্য জেলার বিএনপি নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। 


বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর