Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১৯ জুলাই, ২০১৯ ১৬:০৫

খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি

খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ময়মনসিংহের মুক্তাগাছায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার পূর্ব চন্ডিমন্ডপ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো, সাজ্জাত হোসেনের শিশু কন্যা জান্নাত আক্তার (০৪) এবং নাজিম উদ্দিন নাজিরের শিশুপুত্র উজ্জ্বল হোসেন (০৪)। 

স্থানীয় ইউপি সদস্য মকবুল হোসেন বলেন, সকালে বাড়ির পাশে শিশুদের খেলতে দিয়ে তাদের বাবা-মা কাজে ব্যস্ত ছিল। পরে তারা খেলতে গিয়ে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। তাদের বাবা-মা শিশুদের খুঁজে না পেয়ে সকাল পৌঁনে ১০টার দিকে পুকুরে গিয়ে দেখে শিশুদের লাশ পানিতে ভেসে রয়েছে। পরে স্থানীয়রা তাদের লাশ পুকুর থেকে তুলে। এঘটনায় ওই বাড়িতে শোকের মাতম চলছে।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন


আপনার মন্তব্য