Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ২০ জুলাই, ২০১৯ ২০:০২

প্রতিবন্ধী শিশু ধর্ষণের ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা, প্রতিবাদে মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি :

প্রতিবন্ধী শিশু ধর্ষণের ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা, প্রতিবাদে মানববন্ধন

দিনাজপুর-ঢাকা মহাসড়কে ফুলবাড়ীতে চতুর্থ শ্রেণির প্রতিবন্ধী শিশু ধর্ষণ ও শালিসের নামে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন ফুলবাড়ী সচেতন নাগরিক সমাজ। আজ শনিবার সকাল ১০টা থেকে বেলা ১১টা প্রর্যন্ত দিনাজপুর-ঢাকা মহাসড়কের ফুলবাড়ী শহরের নিমতলা মোড়ে এ মানববন্ধন পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন সচেতন নাগরিক সমাজের সভাপতি আরিফ খান জয়, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম, সহ-সভাপতি ইমাম রেজা, সমাজ কর্মী মাহবুব এ হাফিজ ড্যানি ও ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সভাপতি আফজাল হোসেন প্রমুখ।

উল্লেখ্য, গত ৩ জুলাই ফুলবাড়ী উপজেলার মিবনগর ইউনিয়নের রামভদ্রপুর আবাসন এলাকায় দুপুরে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া প্রতিবন্ধী শিশু(১১) দোকান থেকে জুস নিয়ে বাড়ি ফেরার পথে একই এলাকার মেহেদুল ইসলাম শিশুটিকে জঙ্গলে নিয়ে ধর্ষণ করেন। পরে এ ঘটনা ধামাচাপা দিতে শালিস বৈঠকে মীমাংসা করতে বাধ্য করে। পরে ভিকটিমের মা বাদী হয়ে ১১ জুলাই এ ঘটনায় থানায় মামলা করেন। 

বিডি-প্রতিদিন/শফিক


আপনার মন্তব্য