২২ জুলাই, ২০১৯ ২০:২১

ট্রেন দুর্ঘটনার প্রতিকার চেয়ে মৌলভীবাজারে মানববন্ধন

মৌলভীবাজার প্রতিনিধি

ট্রেন দুর্ঘটনার প্রতিকার চেয়ে মৌলভীবাজারে মানববন্ধন

সিলেট-আখাউড়া রেলপথের মৌলভীবাজারের কুলাউড়ায় ঘন ঘন ঘটা ট্রেন দুর্ঘটনার প্রতিকার চেয়ে মানববন্ধন করেছেন কুলাউড়ার হাজার মানুষ। ঘন রেল দুর্ঘটনার কারণ উদ্ঘাটন, দায়ীদের শাস্তি নিশ্চিতকরণ এবং আখাউড়া-সিলেট রেলপথ দ্রুত সংস্কারের দাবিতে কুলাউড়া জংশন রেল স্টেশনে কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

সোমবার সকাল ১১টায় মানববন্ধনে উপজেলার বিভিন্ন পর্যায়ের ১২টি সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ ৩ শতাধিক লোক অংশগ্রহণ করেন। মেরামত, টিকেট কালোবাজারী রোধ, স্টেশনে জেনারেটরের ব্যবস্থা ও উন্নত যাত্রীসেবা প্রদানের দাবি জানান তারা।

সংগঠনের সভাপতি বদরুজ্জামান সজলের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই’র পরিচালনায় বক্তব্য রাখেন ব্যবসায়ী কল্যাণ সমিতির সিনিয়র সহ-সভাপতি হাজী রফিক মিয়া ফাতু, সহ-সভাপতি মাও. আব্দুল ওয়াহিদ ও সাধারণ সম্পাদক মইনুল ইসলাম শামীম। এছাড়াও একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন, জাসদ কেন্দ্রীয় নেতা গিয়াস উদ্দিন আহমদ, ভাটেরা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন আহমদ প্রমুখ। 

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর