ঈদের ছুটিতে নেত্রকোনায় ফুফুর বাড়িতে বেড়াতে আসার পথে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে রেস্তোরাঁয় গণধর্ষণের ঘটনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ঈদে বাড়িফেরা বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
মঙ্গলবার ঈদের দ্বিতীয় দিন বেলা সাড়ে ১২টায় নেত্রকোনা শহরের মোক্তারপাড়া পৌরসভার মোড়ে এ কর্মসূচি পালন করা হয়।
প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন, নেত্রকোনা প্রেসক্লাবের সম্পাদক শ্যামলেন্দু পাল, আমাদের নেত্রকোনা পত্রিকার সম্পাদক মাহফুজ স্বপন, জনউদ্যোগের আহ্বায়ক অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী, স্বাবলম্বীর পরিচালক স্বপন পাল, উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান খান, জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সম্পাদক আলপনা বেগম, মানবিক নেত্রকোনার মূখ্য প্রশাসক খান ফয়জুল, সাহিত্য সমাজের সাইফুল্লাহ এমরান, নারী প্রগতির কল্পনা রানী, সংস্কৃতি কর্মী শিল্পী ভট্টাচার্য্য, প্রকৃতি বাঁচাও আন্দোলনের তানভীর জাহান চোধুরী, উন্নয়ন কর্মী মো. সুফিয়ান সেলিম, ছাত্র ইউনিয়নের সম্পাদক পার্থ প্রতিম সরকার, শিশু ছায়ার সোহাগ আহমেদ সাইফ, হিমু পাঠক আড্ডার জুয়েল রানা, ছাত্রলীগের জাকারিয়া অলি প্রমুখ।
এ সময় বক্তারা নেত্রকোনা শহরে সংগঠিত সকল ধর্ষণ শিশু নির্যাতনের ঘটনায় আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, গত ৯ আগস্ট ঈদুল আজহা উপলক্ষে ফুফুর বাড়ি কলমাকান্দায় বেড়াতে যাওয়ার পথে শহরের চল্লিশা বিসিক এলাকায় সারিন্দা রোস্তোরাঁয় যাত্রাবিরতিতে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সাত জন পালাক্রমে গণধর্ষণ করে।
বিডি-প্রতিদিন/মাহবুব