জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎবার্ষিকী পালন করেছে মাগুরা জেলা পুলিশ। আজ বুধবার পুলিশ লাইন চত্বরে এ উপলক্ষে আলোচনা ও দোয়া মাহাফিল অনুষ্ঠিত হয়েছে।
পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আলী আকবর, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল ফাত্তাহ, মুন্সী রেজাউল হক, রুস্তম আলী, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান প্রমুখ।
বিডি প্রতিদিন/ফারজানা