১৭ আগস্ট, ২০১৯ ২১:৫৪

বৃষ্টিতে ভোগান্তি বাস-ট্রেন যাত্রীদের

নাটোর প্রতিনিধি:

বৃষ্টিতে ভোগান্তি বাস-ট্রেন যাত্রীদের

পরিবার-পরিজনের সাথে ঈদ শেষ কর্মস্থলে ফিরতে শুরু করেছে সাধারণ মানুষ। শনিবার দিনভর বৃষ্টির কারণে চরম ভোগান্তিতে পড়েন কর্মস্থলমুখী মানুষ। 

নাটোর স্টেশনে বৃষ্টির মধ্যে ভিজে ট্রেনের ছাদে চড়ে রওয়া দিয়েছে অনেকে। নাটোর রেল স্টেশন সূত্র জানায়, শনিবার ঢাকাগামী দুপুর সাড়ে ১২টার প্রথম ট্রেন নাটোর রেল স্টেশনে প্রবেশ করেছে বিকাল ৪টার দিকে। সিডিউল বিপর্যের কারণে উত্তরাঞ্চল থেকে নাটোর হয়ে ঢাকাগামী সকল ট্রেনের সিডিউল বিপর্যয় ঘটেছে। দেরিতে ট্রেন আসলেও সবগুলো ট্রেন আগে থেকেই যাত্রীঠাসা। নাটোর স্টেশনে থামার পর শুরু হয় ট্রেনে ওঠার জন্য নারী পুরুষের ভয়াবহ প্রতিযোগিতা। 

অনেকেই ব্যর্থ হন ট্রেনে উঠতে। ঈদ যাত্রার এ ভোগান্তি দূর করতে সরকারের পরিকল্পিত হস্তক্ষেপ চেয়েছেন সাধারণ মানুষ।

এদিকে, ট্রেনের পাশাপাশি বাসেও ভোগান্তিতে পড়েছেন কর্মস্থলে ফেরা মানুষরা। ঈদের আগে থেকেই সকল টিকিট শেষ হয়ে যাওয়ার কারণে বাসের টিকিট পাচ্ছে না বলে অভিযোগ যাত্রীদের।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর