২২ আগস্ট, ২০১৯ ১২:৩৯

রিফাত হত্যা মামলায় মিন্নিসহ ১৫ আসামিকে আদালতে হাজির

বরগুনা প্রতিনিধি

রিফাত হত্যা মামলায় মিন্নিসহ ১৫ আসামিকে আদালতে হাজির

ফাইল ছবি

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় গ্রেফতার তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিসহ ১৫ জনকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করা হয়। আজ বৃহস্পতিবার সকাল ১০টা ২৫ মিনিটে তাদের আদালতে হাজির করে পুলিশ। 

মামলার তারিখ ধার্য থাকায় বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সিরাজুল ইসলাম গাজীর আদালতে তাদের হাজির করা হয়। পরে আদালতের কার্যক্রম শেষে সব অভিযুক্তকে আবার জেলহাজতে পাঠানো হয়। 
 
পরে এই হত্যা মামলায় অভিযোগপত্র দাখিলের পরবর্তী তারিখ আগামী ৩ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়। 

আলোচিত এই হত্যা মামলায় এ পর্যন্ত গ্রেফতার হয়েছেন ১৫ জন। এজাহারভুক্ত ৪ আসামি এখনও পলাতক রয়েছেন। প্রধান আসামি সাব্বির আহমেদ নয়ন ওরফে নয়ন বন্ড গত ২ জুলাই পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন। এ মামলায় ১৫ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

গত ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে কুপিয়ে আহত করা হয়। বরিশাল মেডিকেলে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় প্রথমে নিহতের বাবা ১২ জনকে আসামি করে মামলা করেন।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর