২৫ আগস্ট, ২০১৯ ১৯:০৫

গ্রেনেড হামলা মামলায় খুনিদের বিচার দাবিতে বগুড়ায় শোক র‌্যালি

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

গ্রেনেড হামলা মামলায় খুনিদের বিচার দাবিতে বগুড়ায় শোক র‌্যালি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এবং ২১ শে আগষ্ট গ্রেনেড হামলা মামলায় খুনিদের বিচারের দাবিতে বগুড়ায় শোক র‌্যালি করা হয়েছে। 

রবিবার বেলা ১১টার দিকে বগুড়া পৌর আওয়ামী লীগের উদ্যোগে শহরের টেম্পল রোডস্থ দলীয় কার্যালয় থেকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে এক আলোচনা সভায় মিলিত হয়। 

বগুড়া পৌর আওয়ামী লীগের আহবায়ক রফি নেওয়াজ খান রবিন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. মকবুল হোসেন। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মজিবর রহমান মজনু, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, মুঞ্জুরুল আলম মোহন, দপ্তর সম্পাদক এ্যাড. জাকির হোসেন নবাব, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আল রাজি জুয়েল, জেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুস সালাম, জেলা যুবলীগের সভাপতি শুভাশিষ পোদ্দার লিটন, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক শাহাদৎ হোসেন শাহীন, এডোনিস তালুকদার বাবু, জেলা যুবলীগ নেতা আলহাজ শেখ সহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ র‌্যালিতে উপস্থিত ছিলেন। 

বিডি প্রতিদিন/মজুমদার

 

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর