নরসিংদীতে ডিস ব্যবসাকে কেন্দ্র করে রুহুল আমিন নামে এক রং ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
বুধবার সকাল সাড়ে ১১টার দিকে সঙ্গিতা জবা মিল এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত রুহুল আমিন (২২) সঙ্গিতা এলাকার বিল্লাল মিয়ার ছেলে। সে রং এর ব্যবসা করতো।
প্রকাশ্য দিবালোকে হত্যার ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এদিকে রুহল নিহতের খবরে তার পরিবারের শোকের ছায়া নেমে আসে।
নিহতের ভাই শরিফুল বলেন, ছোটনের সাথে রুহুলের পার্টনারে ব্যবসা ছিল। কিন্তু ছোটন রুহুলকে কোন লাভের অংশ দিতো না। এ নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। এর জের ধরে তানজিল হৃদয়, ছোটন ও মনির আমার ভাই রুহুলকে বাড়ি থেকে ডেকে এনে হত্যা করে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত সালাউদ্দিন বলেন, মূলত নিহত রুহুল ডিস ব্যবসায় পার্টনার হতে চেয়েছিল। এনিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব তৈরী হয়। এরই জেরে তাকে হত্যা করা হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।