Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১২ সেপ্টেম্বর, ২০১৯ ১৫:৪৬

নাটোরে পুলিশি বাধায় বিএনপি'র কর্মসূচি পণ্ড

নাটোর প্রতিনিধি :

নাটোরে পুলিশি বাধায় বিএনপি'র কর্মসূচি পণ্ড

নাটোরে পুলিশি বাধায় রাস্তায় দাঁড়াতে পারেনি বিএনপি। কারাবন্দী দলীয় প্রধান বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজ বৃহস্পতিবার সকালে শহরের আলাইপুর দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধনের জন্য বিএনপি নেতাকর্মীরা জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশি বাধায় তা পণ্ড হয়ে যায়।

নাটোর বিএনপির নেতাকর্মীরা মানববন্ধন করতে না পেরে পরে দলীয় কার্যালয়ের ভেতরে প্রতিবাদ সভা করে। এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চু ,জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিমসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বিডি-প্রতিদিন/শফিক


আপনার মন্তব্য