বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লালমনিরহাটে মানববন্ধন করেছে জেলা বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
আজ বৃহস্পতিবার দুপুরে শহরের আলোরুপা মোড়স্থ বিএনপি কার্যালয়ের ফটকের সামনে তারা ঘণ্টাব্যাপী এই মানববন্ধন পালিত হয়। মানববন্ধনে জেলা বিএনপির উপদেষ্টা মোশারফ হোসেন রানা, যুগ্ন সম্পাদক মমিনুল হক, আব্দুল হালিম, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন লিমন, প্রচার সম্পাদক আসাদুল প্রামাণিক, যুবদলের সাধারণ সম্পাদক জিএস বাবু, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি আবু ইয়াহিয়া ইউনুস, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, ছাত্রদল সভাপতি নাজমুল হোসেন লিমন, সম্পাদক জাহাঙ্গীর আলম আনন্দসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/শফিক