ময়মনসিংহের ফুলপুরে বন্যা ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ হিসেবে চাল বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদের সহযোগিতায় ফুলপুর পৌরসভা অফিস থেকে ১০কেজি করে ২শ’ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এসব চাল বিতরণ করা হয়।'
চাল বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম। এ সময় মেয়র আমিনুল হক, সমাজসেবা অফিসার মো. শিহাব উদ্দিন খান, কাউন্সিলর শফিকুল ইসলাম, তফাজ্জল হোসেন, এসআই বদিয়ার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/শফিক