ঝিনাইদহের কালীগঞ্জে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের বসুন্ধরা সিমেন্টের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়াম কমিউনিটি সেন্টার কালীগঞ্জে ‘শৈল্পিক নির্মাণ রাজমিস্ত্রির অবদান’ শীর্ষক এই কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় বসুন্ধরা সিমেন্টের ডিলার ও এসএ ট্রেডার্সের পরিচালক হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বসুন্ধরা সিমেন্টের এজিএম সাউথ উইং জিয়ারুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালীগঞ্জ পৌর মেয়র আশরাফুল ইসলাম আশরাফ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবর্ণা রানী শাহা, সহকারী প্রকৌশলী (পিআও) সানাউল হক, প্রজেক্ট ইনচার্জ আব্দুল্লা-হেল-আল-মাসুম, বিল্ডিং কনস্ট্রাকশনের প্রকৌশলী প্রদীপ কুমার ব্যানার্জি।
নিমার্ণ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে উপস্থাপন করেন ইঞ্জিনিয়ার আবুল হাসান, বসুন্ধরা সিমেন্ট খুলনা ডিভিশন ডিএসআই হাফিজুর রহমান, ঝিনাইদহ এরিয়া টিএসই আমিনুর ইসলাম,টেকনিক্যাল সাপোর্ট ইঞ্জিনিয়ার আবুল হাসান,যশোরের এএসএম রুহুল আমিন প্রমুখ।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বসুন্ধরা সিমেন্টের এজিএম সাউথ উইং জিয়ারুল ইসলাম বলেন, 'ধারাবাহিক গুণগত মানের জন্য বর্তমানে দেশের সবচেয়ে আইকনিক প্রকল্প পদ্মা সেতু নির্মাণ প্রকল্প, পদ্মা সেতু নদী শাসন প্রকল্প, পদ্মা সেতুর অ্যাপ্রোচ রোড, মেট্রো রেল প্রকল্প, ফাস্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প, রূপপুর পারমাবিক বিদ্যুৎ প্রকল্প, মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প, ভুলতা ফ্লাইওভার প্রকল্প, কালশী ফ্লাইওভার প্রকল্প, রূপসা রেল সেতু প্রকল্প, রামপাল বিদ্যুৎ প্রকল্পের মতো বড় স্থাপনাগুলোতে ব্যবহৃত হচ্ছে বসুন্ধরা সিমেন্ট।
কর্মশালায় কালীগঞ্জ ও কোটচাঁদপুর উপজেলার ৬০ জন রাজমিস্ত্রি অংশ গ্রহণ করেন। কর্মশালা শেষে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও কর্মশালায় অংশগ্রহণকারী রাজমিস্ত্রিদের বসুন্ধরা সিমেন্টের পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ