বগুড়ার গোয়েন্দা পুলিশ ২শ’ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ ৪ জনকে আটক করেছে। রবিবার রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো বগুড়ার শিবগঞ্জ উপজেলার গাংনগরের ধলু মন্ডলের ছেলে শামিম মন্ডল (২৮), গোবিন্দগঞ্জ উপজেলার চাদপাড়ার জাহেদুল ইসলামের ছেলে আব্দুল হাকিম (২৭), মহিমাগঞ্জের শীবতিপুর উপজেলার আজিম উদ্দিন মন্ডলের ছেলে আশরাফুল ইসলাম (৩৬) ও কাহালু উপজেলার মোফাজ্জল হোসেনের ছেলে মো. তুহিন মিয়া।
বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের ওসি আসলাম আলী পিপিএম জানান, তারা রবিবার রাত ১০টা থেকে রাতভর জেলার কাহালু, সদর ও শিবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ২শ’ পিস ইয়াবা ও শিবগঞ্জ উপজেলা থেকে এক কেজি গাঁজা উদ্ধার করে। গ্রেফতার ৪ জনকে জেলা হাজতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল