১৬ সেপ্টেম্বর, ২০১৯ ২০:৫৫

ধুনটে মাসকলাই চাষীদের মাঝে বীজ ও সার বিতরণ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

ধুনটে মাসকলাই চাষীদের মাঝে বীজ ও সার বিতরণ

বগুড়ার ধুনটে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ও প্রান্তিক ২০০ জন কৃষকের মাঝে মাসকলাই চাষাবাদের জন্য বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার দুপুর ধুনট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে খরিপ-২ মৌসুমে উপজেলার ২০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে জনপ্রতি ৫ কেজি মাসকলাই বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ হাবিবর রহমান। 

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া সুলতানার সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ভাইস চেয়ারম্যান মহসীন আলম, আওয়ামী লীগ নেতা বাহাদুর আলী, জয়নাল আবেদীন খান, আল-আমিন তরফদার, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম গামা, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার প্রমুখ। 

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর