Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর, ২০১৯ ২১:৪০

নারায়ণগঞ্জ কারাগারে ডে কেয়ার সেন্টার উদ্বোধন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ কারাগারে ডে কেয়ার সেন্টার উদ্বোধন

নারায়ণগঞ্জ জেলা কারাগারে ডে কেয়ার সেন্টার, প্রিজন জেন্টস পার্লার ও স্টুডিও এবং বন্দি প্রশিক্ষণ ও পুর্নবাসন কেন্দ্র, বন্দি ব্যারাকের উধ্বর্মুখী সম্প্রসারণ প্রকল্পের উদ্বোধন করেছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল একেএম মোস্তফা কামাল পাশা। 

সোমবার দুপুর ১২ টায় তিনি নারায়ণগঞ্জ জেলা কারাগারে পরিদর্শনে আসলে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন কারা অধিদপ্তরের ডিআইজি টিপু সুলতান, নারায়ণগঞ্জ জেল সুপার সুভাষ কুমার ঘোষ, জেলার শাহ রফিকুল ইসলাম, ডেপুটি জেলার তানিয়া জামান, আরিফুর রহমান প্রমুখ। 

কারা অভ্যন্তরে বিভিন্ন প্রকল্প উদ্বোধন শেষে তিনি কারা গার্মেন্টস রেজিলিয়ান্স, জামদানি তৈরীর কারখানা, লেডিস পার্লারসহ বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন। এসময় তিনি কর্মরত বন্দিদের সঙ্গে কথা বলেন। 

পরিদর্শন শেষে গণমাধ্যমের প্রশ্নের উত্তরে বলেন, বন্দীদের যাতে জেলে থাকছে এমনটা মনে না হয় সেটাই আমাদের লক্ষ্য। প্রধানমন্ত্রী বন্দিশালা গুলো আর বন্দিশালা হিসেবে দেখতে চান না। সংশোধনাগার হিসেবে দেখতে চান। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন 


আপনার মন্তব্য