১৬ সেপ্টেম্বর, ২০১৯ ২১:৫৫

গণশিক্ষা আন্দোলনের পথিকৃৎ মোকছেদ আলীর পরিবারকে সহায়তা

ঠাকুরগাঁও প্রতিনিধি:

গণশিক্ষা আন্দোলনের পথিকৃৎ মোকছেদ আলীর পরিবারকে সহায়তা

র্দীঘদিন পর গণশিক্ষা আন্দোলনের পথিকৃৎ ও রাষ্ট্রপতি পদকপ্রাপ্ত প্রয়াত মুক্তিযোদ্ধা ঠাকুরগাঁওয়ের মোকছেদ আলীর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান  করা হয়েছে। 

আজ ঠাকুরগাঁও সালন্দর ইউনিয়নের কচুবাড়ি কৃষ্টপুর গ্রামে ঐ মুক্তিযোদ্ধার বাড়িতে গিয়ে তার পরিবারের হাতে নগদ ১৫ হাজার টাকার চেক ও নতুন করে একটি বাড়ি নির্মাণের আশ্বাস দেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড.কে.এম কামরুজ্জামান সেলিম।

উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নূর কুতুবুল আলম, সদর উপজেলার নির্বাহী অফিসার আব্দুল্লাহ আলম মামুন, সালন্দর ইউনিয়নের চেয়ারম্যান মাহাবুব আলম মুকুল, প্রেসক্লাবের সভাপতি মনছুর আলম প্রমুখ।

উল্লেখ্য, বাংলাদেশের প্রথম নিরক্ষরমুক্ত গ্রাম তৈরির এক নায়কের নাম ছিল মোকছেদ আলী। স্বাধীনতা লাভের পর ঠাকুরগাঁওয়ের তরুণ যুবকরা ঝাঁপিয়ে পড়ে নিরক্ষরমুক্ত গ্রাম গড়ে তোলার যুদ্ধে। 

আর সেই আন্দোলনে ঠাকুরগাঁও সালন্দর ইউনিয়নের কচুবাড়ি কৃষ্টপুর গ্রাম দেশের প্রথম নিরক্ষরমুক্ত গ্রাম হিসেবে স্বীকৃতি পায়। এই তরুণ সহযোদ্ধাদের নেতৃত্ব দিয়েছিলেন প্রয়াত মোকছেদ আলী।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর