নেত্রকোনার মোহনগঞ্জে প্রতিবেশী গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেফতারকৃত হাইরুল ইসলামকে (৩৬) আজ মঙ্গলবার কোর্টে সোপর্দ করেছে পুলিশ।
ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
মোহনগঞ্জ থানার ওসি শওকত আলী জানান, উপজেলার সুয়াইর ইউনিয়নের করাচাপুর গ্রামে গত শনিবার গৃহবধূর স্বামী বাড়িতে না থাকার সুযোগে হাইরুল গভীর রাতে তার বসতঘরে ঢুকে কাপড় দিয়ে মুখ বেঁধে ফেলে। এ সময় চাকু দেখিয়ে মেরে ফেলার ভয়-ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। গৃহবধূর আর্তচিৎকারে আশপাশের লোকজন আসতে থাকলে হাইরুল পালিয়ে যায়। পরবর্তীতে সোমবার সন্ধ্যায় ভিকটিম বাদী হয়ে করাচাপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে হাইরুলকে আসামি করে থানায় মামলা করেন।
পুলিশ রাতেই অভিযান চালিয়ে ওই গ্রামে অভিযুক্তকে গ্রেফতার করে, জানান ওসি।
তিনি আরও বলেন, মঙ্গলবার আটক হাইরুলকে আদালতে সোপর্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/কালাম