Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর, ২০১৯ ১৩:০৯

ফুলপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :

ফুলপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

ময়মনসিংহের ফুলপুরে সুষ্ঠু সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে হিন্দুধর্মীয় নেতাদের সাথে ওই সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন, উপজেলা  চেয়ারম্যন আতাউল করিম রাসেল, পৌর মেয়র আমিনুল হক, সহকারী কমিশনার (ভূমি) তৃপ্তি কণা মন্ডল, ফুলপুর অফিসার ইনচার্জ ইমারত হোসেন গাজী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভিন লাকী, উপজেলা যুবলীগের সভাপতি বাবু শশধর সেন, উপজেলা পূজা কমিটির সভাপতি দেবল কুমার সাহা,  সাধারণ সম্পাদক লক্ষণ সাহা,  হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান পরিষদের আহ্বায়ক নান্টু সাহা প্রমুখ।  

এর আগে সোমবার দুপুরে এ উপলক্ষে সিনিয়র সহকারী পুলিশ সুপার (ফুলপুর সার্কেল) দীপক চন্দ্র মজুমদারের নেতৃত্বে ফুলপুর থানায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ


আপনার মন্তব্য