২২ সেপ্টেম্বর, ২০১৯ ০৫:০৩

খেলাধুলার বিকল্প নেই: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

ফুলপুর প্রতিনিধি:

খেলাধুলার বিকল্প নেই: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেছেন, সুস্থ মানসিকতা গঠনে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই। তিনি শনিবার ফুলপুর সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট  ২০১৯ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ টুর্নামেন্ট ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। 

প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলা শরীরকে সুস্থ ও সুন্দর রাখে। এতে মন প্রফুল্ল থাকে। তাই লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই। 

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম, ওসি ইমারত হোসেন গাজী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। 
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ টুর্নামেন্ট ফাইনাল খেলায় সিঙ্গিমাড়ী প্রাথমিক বিদ্যালয় ও বঙ্গবন্ধু  গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে রুপসী সরকারী প্রাথমিক বিদ্যালয় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে।

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর