কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা স্বামী-স্ত্রী দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় এসআই নিজাম, কনস্টেবল শাহাদত ও সুদর্শন নামে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এ সময় দুটি অস্ত্র ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
শনিবার গভীর রাতে উপজেলার হ্নীলা ইউপি লেদা ২৪নং রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন হ্নীলা ইউপি লেদা রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের ২২ নম্বর রুমের মৃত কাদের হোসেনের ছেলে দিল মোহাম্মদ (৩২) ও তার স্ত্রী জাহেদা বেগম (২৭)।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে লেদা রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকে যৌথ বাহিনী অভিযান চালিয়ে একটি অস্ত্রসহ স্বামী ও স্ত্রীকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী ওই ক্যাম্পের সি ব্লকে বাড়ির পার্শ্বে গোপন স্থানে লুকিয়ে রাখা অস্ত্র উদ্ধারে পুলিশের একটি টিম নিয়ে অভিযানে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের সহযোগীরা আসামিদের ছিনিয়ে নেওয়ার জন্য পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এসময় পুলিশের তিন সদস্য আহত হয়।
তিনি আরো বলেন, আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে টেকনাফ উপজেলা হাসপাতাল নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে কর্তব্যরত চিকিৎসক জেলা সদর হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহগুলো হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
ঘটনাস্থল থেকে দুটি এলজি, ৮ রাউন্ড তাজা কার্তুজ,১২ রাউন্ড কার্তুজের খালি খোসা উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।
বিডি প্রতিদিন/ফারজানা