হামলা-ভাঙচুর করে চিকিৎসককে প্রাণনাশের হুমকির ঘটনায় আইনি সহায়তা না পাওয়ায় পটুয়াখালী বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে শুরু হয়েছে ৭২ ঘণ্টার কর্মবিরতি। আজ সকাল থেকে পৌরশহরের সকল ক্লিনিকে এই ধর্মঘট শুরু হয়।
গত ৭ সেপ্টেম্বর রাতে পটুয়াখালী শহরের সেন্ট্রাল হাসপাতালে এক দল সন্ত্রাসী কর্তৃক হামলা ও ভাঙচুর এবং পটুয়াখালী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মশিউর রহমানকে হত্যার হুমকির ঘটনায় ঘটে। এ ঘটনায় থানায় অভিযোগ করলেও পুলিশ মামলা গ্রহণ করেনি এবং এখনও কোন ধরনের পদক্ষেপ নেয়নি। তাই আইনি সহায়তা না পাওয়ার অভিযোগে গত ১৮ সেপ্টেম্বর পটুয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ৭২ ঘণ্টার ধর্মঘট পালনের ঘোষণা দেয় বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন, পটুয়াখালী ক্লিনিক ও ডায়াগনোস্টিক ওনার্স এসোসিয়েশন এবং জেলা ক্যামিস্ট্র ও ড্রাগিস্ট সমিতি।
পূর্ব ঘোষণা অনুযায়ী এ ধর্মঘট পালন করা হচ্ছে। এ কারণে সাধারন রোগীদের ভোগান্তি বাড়ছে।
তবে আইনি সহায়তা না পেলে এবং সন্ত্রাসীদের গ্রেফতার না করা হলে লাগাতার ধর্মঘট পালন করা হবে বলেও জানান নেতৃবৃন্দ।
পটুয়াখালী জেলা ডায়াগনোষ্টিক ও ক্লিনিক ওনার্স এসোসিয়েশন এর সভাপতি ডাক্তার মো. মনির হোসেন জানান, আইনি সহায়তা না পেয়েই আমরা বাধ্য হয়ে কর্মবিরতি পালন করছি। আপাতত পৌর শহরের বেসরকারি ক্লিনিক ও ডায়াগনোষ্টিক সেন্টারগুলো এই কর্মবিরতি পালন করছে।
বিডি প্রতিদিন/হিমেল