পটুয়াখালীর দুমকিতে ১৫শ' ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আনিছুর রহমান (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সকালে উপজেলার লেবুখালী ৯ নং রোডের থেকে তাকে গ্রেফতার করা হয়। দুমকি উপজেলার কাটাখালী এলাকার আব্দুর রহিমের ছেলে আনিছ।
দুমকি থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, আনিছুর রহমান দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা করে আসছিল। সকালে ঢাকা থেকে চরগরবদি লঞ্চঘাট নেমে বাড়ি যাওয়ার পথে দুমকি থানার সামনে পুলিশের চেকপোস্টে তাকে তল্লাশি করে ১৫ শ' ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার অনুমানিক মূল্য ৫ লাখ টাকা। এ ঘটনায় মাদক আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/হিমেল