২২ সেপ্টেম্বর, ২০১৯ ১৩:৫০

বাগেরহাটে চিকিৎসাধীন অবস্থায় কারা হাজতির মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটে চিকিৎসাধীন অবস্থায় কারা হাজতির মৃত্যু

প্রতীকী ছবি

বাগেরহাট জেলা কারাগারে আলাল শেখ (৫০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাতে বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঐ হাজতির মৃত্যু হয়। রবিবার সকালে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে আলালের মরদেহের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। 

আলাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় আসামি ছিলেন। আলাল শেখ বাগেরহাটের রামপাল উপজেলার সোনাকুড়া-উত্তরপাড়া গ্রামের আফাজ উদ্দীন শেখের ছেলে।

বাগেরহাট জেলা কারাগারের জেল সুপার মো. গোলাম দস্তগীর জানান, শনিবার রাত সাড়ে ৯টার দিকে কারাগারে থাকা মাদক মামলার আসামি আলাল শেখের হঠাৎ করে বুকে ব্যথা শুরু হয়। এসময় আমরা তাকে অ্যাম্বুলেন্সে করে চিকিৎসার জন্য বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টা ৫০ মিনিটে আলালের মৃত্যু হয়। আলাল শেখ গত ১৬ জুন থেকে বাগেরহাট জেলা কারাগারে। ময়না তদন্ত করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

বাগেরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ইমরান মোহম্মদ জানান, স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়না তদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর