দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় মো. মোসাদ্দেক হোসেন মুকুল নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
নিহত মো. মোসাদ্দেক হোসেন মুকুল(১৩) বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের ভাবকি গ্রামের মো. আমিনুল ইসলামের ছেলে এবং রহিম বখস উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।
রবিবার দুপুর সাড়ে ১১টায় রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এর আগে সকাল সাড়ে ৮টায় উপজেলার ভোগনগর ইউনিয়নের দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের রহিম বখস উচ্চ বিদ্যালয়ের সামনে একটি মাইক্রোবাস ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা মো. মোজাম্মেল হক জানান, রবিবার সকাল সাড়ে ৮টায় বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউপির কবিরাজ হাট থেকে বাইসাইকেল নিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন মো. মোসাদ্দেক হোসেন মুকুল। পথে রহিম বখস উচ্চ বিদ্যালয়ের সামনে একটি মাইক্রোবাস তাকে পিছন দিকে থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১১টায় সে মারা যায়।
রহিম বখস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সমিজ উদ্দিন মাইক্রোবাসের ধাক্কায় মুকুলের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/মাহবুব