নানা কর্মসূচির মধ্যে দিয়ে কুমিল্লায় বিশ্ব হার্ট দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ রবিবার হার্ট কেয়ার ফাউন্ডেশন কুমিল্লার আয়োজনে কুমিল্লা নগরীর টাউন হল মাঠের মুক্তমঞ্চে আলোচনা সভা ও একটি র্যালি বের করা হয়।
হার্ট কেয়ার ফাউন্ডেশন কুমিল্লার প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য আ.ক.ম বাহাউদ্দিন বাহার।
আরও উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা কর্মকর্তা জেড এম মিজানুর রহমান,মহানগর আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আবদুল হাই বাবলু, নারী নেত্রী পাপড়ী বসু, ডা.মল্লিকা বিশ্বাস ও রাজনীতিবিদ আনোয়ার হোসেন প্রমুখ।
আলোচনা সভায় হার্ট কেয়ার ফাউন্ডেশন কুমিল্লার নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন পেশার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ