‘জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয়‘ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় সড়ক নিরাপত্তা দিবস পালনের লক্ষ্যে বিতর্ক, র্যালিসহ মাসব্যাপী নানা কর্মসূচির ঘোষণা দিয়ে সংবাদ সম্মেলন করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) দিনাজপুর জেলা কমিটি। মঙ্গলবার সকালে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে নিসচার আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
আগামী ২২ অক্টোবর জাতীয় সড়ক নিরাপত্তা দিবস উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করে লিখিত বক্তব্য পাঠ করেন নিসচা জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. হারুন উর রশিদ।
লিখিত বক্তব্যে জানানো হয়, পুরো অক্টোবর মাস জুড়ে থাকবে শহরের প্রধান প্রধান সড়কে সড়ক নিরাপত্তা বিষয়ক ব্যানার, ফেস্টুন প্রদর্শন, লিফলেট বিতরণ, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রচারণা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যালির আয়োজন, অন্তত দুটি স্কুলে বির্তক ও রচনা প্রতিযোগিতা, পরিবহন শ্রমিকদের সাথে সচেতনতামূলক আলোচনা, ভিডিও চিত্র প্রদশনীসহ বিভিন্ন সচতেনতামূলক কর্মসূচি পালন করা হবে।
সংবাদ সম্মেলনে, সংগঠনের উপদেষ্টা ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, নিসচা’র সহ-সভাপতি আশিষ কুমার দত্ত বাবলা, ডা. আয়েশা আক্তার বানু, সদস্য ডা. আলতাফ হোসেন, রহমতুল্লাহ রহমত প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম