নাটোরের সিংড়ায় উপজেলা প্রশাসন ও প্রবীণ হিতৈষী সংঘের আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো'র নেতৃত্বে র্যালি সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো'র সভাপতিত্বে উপজেলা কৃষি হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আতিকুর রহমান, প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি এডভোকেট আসাদুল ইসলাম জিপি, সাধারণ সম্পাদক ও বিলহালতি ত্রিমোহনী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মকসেদ আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল ওদুদ দুদু প্রমূখ।
বিডি প্রতিদিন/হিমেল