সুনামগঞ্জে সোমবার রাত ৯টা থেকে মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত টানা ভারি বর্ষণের কারণে শহরে চরম জলাবদ্ধতা দেখা দিয়েছে। বৃষ্টির পানিতে ডুবে গেছে শহরের বেশ কয়েকটি রাস্তা। আবাসিক এলাকার মানুষও হয়ে পড়েছেন পানিবন্দী। বৃষ্টিপাত বন্ধ হলে পানি নামতে একদিন সময় লাগতে পারে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, সোমবার রাত ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত টানা বৃষ্টিপাত হচ্ছে। ১৫ ঘণ্টায় ২০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিতে সুরমা নদীর পানি ১৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।
জানা যায়, শহরের ড্রেনেজ ব্যবস্থার অপ্রতুলতা, নগরায়নের অব্যবস্থাপনা, খাল দখল, পুকুর ভরাট ও পানি নিষ্কাশনের আধার নষ্ট হয়ে যাওয়াসহ নানা কারণে ভারি বৃষ্টিপাত হলে জলবদ্ধতা দেখা দেয়। বুধবারের বৃষ্টিপাতে জেলা শহজরের পিটিআই, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, বক্ষব্যাধি হাসপাতাল, জেলা পরিষদের রেস্টহাউস, সদর উপজেলা আনসার-বিডিবি অফিস, স্টেডিয়াম মোড়, এইচএমপি উচ্চ বিদ্যালয়, কাজির পয়েন্ট, আরপিনগর, বড়পাড়াসহ অনেকগুলো এলাকায় জলাবদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়।
নাগরিকরা জানিয়েছেন, পৌর শহরের ড্রেনেজ ব্যবস্থা অকার্যকর এবং পানি নিষ্কাশনের সকল পথ বন্ধ হয়ে যাওয়ায় এই দুর্ভোগের সৃষ্টি হয়েছে। বিভিন্ন বাসা বাড়িতেও পানি প্রবেশ করেছে। রাস্তাঘাট ডুবে আছে পানিতে।
এদিকে বৃষ্টির কারণে জনজীবনও স্থবির হয়ে পড়েছে। স্কুল-কলেজে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল অন্য দিনের তুলনায় অনেক কম। শহরের বিপণিবিতানগুলোতে ক্রেতা ছিল হাতেগোনা। সরকারি অফিস-আদালতে সেবাপ্রত্যাশীদের উপস্থিতি কম ছিল ।
সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত বলেন, রেকর্ড বৃষ্টিপাত ও অনেকক্ষেত্রে পুরোনো ড্রেনগুলো সিস্টেম ভরাট হয়ে যাওয়ায় শহরে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এই সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে শহরের বিভিন্ন জায়গায় ড্রেন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল