পলাশীপাড়া মুজিবনগর মোনাখালী শাখার উদ্যোগে আন্তজাতিক প্রবীন দিবস উপলক্ষে প্রবীনদের মাঝে হুইল চেয়ার ও ওয়াকিং স্ট্রিক বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার মুজিবনগর উপজেলাপরিষদের সম্মেলন কক্ষে এসব বিতরণ করা হয়।
আনুষ্ঠানে মোনাখালি প্রবীন ইউনিয়ন কমিটির সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উসমান গণি, বিশেষ আতিথি ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দুর রব। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পি এস কেএস এর উপ পরিচালক মো. কামরুল আলম, মুজিবনগর থানা অফিসাস ইনচার্জ আবকুল হাসেম। অনুষ্ঠান শেষে অর্ধশত প্রবীনের মাঝে হুইল চেয়ার ও ওয়াকিং স্ট্রিক বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল