রাঙামাটিতে পালিত হয়েছে আন্তর্জাতিক প্রবীণ দিবস। এসময় রাঙামাটির ১০ গুণীকে সম্মাননা প্রদান করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় দিবসটি উপলক্ষে রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমী সম্মেলন কক্ষে এ গুণী সম্মাননার আয়োজন করা হয়।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও জেলা সমাজ কল্যাণ বিভাগের আহ্বায়ক স্মৃতি বিকাশ ত্রিপুরার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। এসময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ প্রাক্তন চেয়ারম্যান ও প্রবীণ সংঘের উপদেষ্ঠা ড. মানিক লাল দেওয়ান, রাঙামাটির দৈনিক গিরিদর্পণ পত্রিকার সম্পাদক একেএম মকছুদ আহমেদ, প্রবীণ সংঘের সভাপতি নীতিশ দেওয়ান ও রাঙামাটি জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ওমর ফারুক উপস্থিত ছিলেন।
সম্মাননা পাওয়া রাঙামাটির ১০ প্রবীণ গুণী হলেন- রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ড. মানিক লাল দেওয়ান, রাঙামাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান কাজী নজরুল ইসলাম, এ্যাডভোকেট জ্ঞানেন্দু বিকাশ চাকমা, দৈনিক গিরিদর্পণ পত্রিকার সম্পাদক এ কে এম মকছুদ আহম্মেদ, প্রবীন সাংবাদিক সুনীল কান্তি দে, রাঙামাটি জেলা সমাজ সেবা অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক আরতী চাকমা, সাবেক প্রথম শ্রেণী ঠিকাদার ও সমাজসেবী চন্দ্র শেখর খীসা, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের সাবেক উপ-পরিচালক ডাঃ সুব্রত চাকমা, কৃষি উন্নয়ন কর্পোরেশনের সাবেক কর্মকর্তা প্রদীপ কুমার বড়–য়া ও কুঞ্জলতা ত্রিপুরা।
এ আগে দিবসটি উপলক্ষে রাঙামাটি জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। শহরের প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্র চত্বর থেকে শুরু হওয়া র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমী চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/এনায়েত করিম