ফরিদপুরের বোয়ালমারী পৌরসভায় অবস্থিত ছোলনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে মঙ্গলবার জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্বোধন করা হয়।
শিশু শিক্ষার্থীদের কৃমিনাশক বড়ি খাওয়ানোর মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা প.প. কর্মকর্তা ডা. তাপস বিশ্বাস।
তাপস বিশ্বাস জানান, উপজেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ৫ থেকে ১৬ বছরের বয়সের মোট ৬৮ হাজার শিক্ষার্থীদের মধ্যে কৃমি নাশক বড়ি খাওয়ানো হবে। এ কৃমি নাশক বড়ি ১ অক্টোবর থেকে ৭ অক্টোবর পর্যন্ত খাওয়ানো হবে।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার মো. রাজু আহমেদ, প্রধান শিক্ষক মো. মোশাররফ হোসেন, স্যানেটারি ইন্সপেক্টর মো. ফরিদুল ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক মো. আ. অহিদ, সাংবাদিক তৈয়বুর রহমান কিশোর, সহকারী স্বাস্থ্য পরিদর্শক সৈয়দা হোসনে আরা, ল্যাব. এ্যাটেনডেন্ট মো. জাকির হোসেন প্রমুখ।
বিডি-প্রতিদিন/মাহবুব