রংপুর নগরীর মডার্ণ ব্রীজ এলাকায় যাত্রীবাহী বাসচাপায় তহুরা বেগম (২৫) নামে এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে নগরীর মডার্ণ ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তহুরা বেগম রংপুর নগরীর ৩২ নং ওয়ার্ড ধর্মদাস লক্ষণ পাড়া এলাকার তৈয়ব আলীর মেয়ে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা, মঙ্গলবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অসুস্থ আত্মীয়কে দেখে অটোযোগে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দেয়। মডার্ণ ব্রীজ পার হওয়ার পর গাইবান্ধা থেকে আসা যাত্রীবাহী বাস খোদা পরিবহন অটোকে ধাক্কা দিলে রাস্তায় পড়ে গিয়ে চাকায় পিষ্ট হয়ে
ঘটনাস্থলেই মারা যান।
এ বিষয়ে তাজহাট থানার ওসি (অপারেশন) তাজমিলুর রহমান জানান, তাজহাট থানা পুলিশ ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম