নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি ফাঁসির দন্ডপ্রাপ্ত নূর হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির ৮টি মামলার মধ্যে তিনটি মামলায় ৬ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ রাজিয়া সুলতানার আদালতে এই সাক্ষ্য গ্রহণ করা হয়। ওই সময় নূর হোসেন আদালতে উপস্থিত ছিলেন।
নূর হোসেনের পক্ষে আইনজীবী ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা।
মঙ্গলবার সকালে নূর হোসেনকে কঠোর প্রহরায় সরাসরি কারাগার থেকে আদালতে হাজির করা হয় এবং সাক্ষ্যগ্রহণ শেষে কাশিমপুর কারাগারে নেওয়া হয়।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভেকেট জাসমিন আহমেদ বলেন, নূর হোসেনের বিরুদ্ধে দায়ের করা ৮টি চাঁদাবাজি মামলার ৩টির সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ওই সময় নূর হোসেনকে হোসেন আদালতে উপস্থিত ছিল।
২০১৪ সালের ১২ জুন ২০ হাজার টাকা চাঁদা দাবীর অভিযোগে অটোরিকশা চালক সাইদুল ইসলাম বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছিলেন। যে মামলায় নূর হোসেন, তার ভাই নূর উদ্দিন, তাদের ভাতিজা শাহজালাল বাদল, লোকমানসহ ৪ জনকে আসামী করা হয়। এরআগে ২০১৩ সালের ৩০ মে সিদ্ধিরগঞ্জ থানার হিরাঝিল এলাকার ইকবাল হোসেন নামের এক ব্যক্তির কাছে নূর হোসেন ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদা না পেয়ে ইকবালের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করে নূর হোসেন ও তার সহযোগীরা। এ ঘটনায় ইকবাল হোসেন বাদী হয়ে নূর হোসেন তার ভাতিজা কাউন্সিলর শাহজালাল বাদলসহ ৬ জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করে।
অন্যদিকে সিদ্ধিরগঞ্জ থানার এসআই অজিত কুমার মিত্র বাদী হয়ে একটি মামলা দায়ের করেছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার