বোচাগঞ্জ উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ প্রতিযোগিতায় সেতাবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিতসহ ১৫ প্রতিযোগিতায় সেরা হয়েছে।
শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন এই স্কুলের সহকারী শিক্ষক (ইংরেজি) মোহাম্মদ লুৎফর রহমান। এছাড়াও শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে সেতাবগঞ্জ সরকারি পাইলট মডেল স্কুলের দশম শ্রেণীর ছাত্র মো. শিহাব, বাংলা রচনা প্রতিযোগিতা ও বিতর্ক প্রতিযোগিতায় ৮ম শ্রেণির ছাত্র আশফাকুজ্জামান আনন, রবীন্দ্র সংগীত ও উচ্চাঙ্গ সংগীতে ৮ম শ্রেণীর ছাত্র তাসনিম ইসলাম সারা, উচ্চাঙ্গ নৃত্য ও লোক নৃত্যে ৭ম শ্রেণীর ছাত্রী গৌরি কর্মকার, লোক সংগীত ও দেশাত্ববোধকে অষ্টম শ্রেণীর ছাত্র আল আরাফাত, উচ্চাঙ্গ সংগীত ও লোক সংগীতে ৯ম শ্রেণীর ছাত্র প্রান্ত রায়, বাংলা রচনা প্রতিযোগিতায় ১০ শ্রেণীর ছাত্রী আলিশা আইরিন লুবনা এবং উপজেলার মধ্যে স্কাউটে শ্রেষ্ঠ দল হিসেবে গৌরবের কৃতিত্ব অর্জন করেছে এই শিক্ষা প্রতিষ্ঠান।
উল্লেখ্য, সেতাবগঞ্জ সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বনাথ রায়ের নেতৃত্বে অভিজ্ঞ স্কুল শিক্ষক ও স্কুল পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় স্কুলটি সুষ্ঠুভাবে পরিচালিত হওয়ায় এই স্কুলটি গত ২০১৮ সালেও শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছিল। এছাড়া স্কুলটির পরীক্ষার ফলাফল প্রতিবারই সন্তোষজনক পর্যায়ে রয়েছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম