নোয়াখালীর সদর উপজেলায় প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে পক্ষকালব্যাপী সাবলীল পাঠ্যবই পড়া প্রতিযোগিতা ও ওয়ান ডে ওয়ান ওয়ার্ড যাচাই এর পুরষ্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে দাদপুর ইউনিয়নের রামবল্লভপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মুহিউদ্দিন এর উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতায় উপজেলার ৪৮টি বিদ্যালয়ের ৫৮৩১ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। আজকের চূড়ান্ত পর্বে ২৮৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এদের মধ্যে ২৭ জন সেরা সাবলীল পাঠককে পুরষ্কৃত করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইদুর ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার জসিম উদ্দিন শেখ ও সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মো শামছুদ্দিন।
বিডি প্রতিদিন/হিমেল