প্রবীণ দিবসে কুমিল্লায় শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। মঙ্গলবার (১ অক্টোবর) উপজেলার আদমপুরে সেন্টার ফর কমিউনিটি ডেভলপমেন্ট এসিসটেন্স'র (সিসিডিএ) উদ্যোগে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফে'র সহযোগিতায় আলোচনা সভা এবং শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
এতে এলাকার প্রবীণদের পাশাপাশি নবীনরাও অংশ গ্রহণ করেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিসিডিএ উপ-এরিয়া অফিসার মোঃ আবদুল জলিল। প্রধান অতিথি ছিলেন উপ-পরিচালক মোঃ আলমগীর হোসেন জোয়ার্দার। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা মোঃ অলি উল্লাহ মুন্সি। প্রধান আলোচক ছিলেন কৃষি,পরিবেশ ও সমাজ উন্নয়ন সংগঠক মতিন সৈকত।
সভায় আলোচকরা বলেন 'প্রবীণরা হচ্ছেন সমাজের ভিত্তি। তাদের হাত ধরে আমাদের বেড়ে ওঠা। বড়দের আদর স্নেহে, মমতায় আমরা যেমন বেড়ে উঠেছি সেটা মনে রেখে তাদেরকেও মূল্যায়ন করতে হবে।’
কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করেন সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী মোঃ হাসান আলী, কর্মসূচি সংগঠক মোঃ আলাউদ্দিন, শাখা ব্যবস্থাপক মোঃ মাসুদ আলম ও সীম প্রকল্পের সমন্বকারী মোঃ শাহজাহান প্রমুখ।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ