ঝালকাঠিতে সামাজিক সংগঠন আয়েশা খাতুন স্মৃতি সংঘের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার (১ অক্টোবর) বিকেলে শহরের বারচালায় কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম শফিক। সংগঠনের সহ-সভাপতি সুমন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সোহাগ খান সরোয়ার, যুগ্ম-সাধারণ সম্পাদক বাপ্পা পাল, সাংগঠনিক সম্পাদক শুভাষিশ সেনগুপ্ত, ক্রীড়া সম্পাদক শাহারিয়ার রিফাত, অর্থ সম্পাদক আসাদুজ্জামান সৌরভ, প্রচার সম্পাদক বিপ্লব দাস।
সন্ধ্যার পরে স্থানীয় শিল্পীদের নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়েশা খাতুন স্মৃতি সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি জেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম শফিক বলেন, মদ, জুয়াসহ সমাজের বিভিন্ন অসামাজিক কর্মকান্ডের রিবুদ্ধে আমরা কাজ করছি। এছাড়াও স্বেচ্ছায় রক্ত দানসহ খেলাধুলায় অংশ নিতে সবাইকে উৎসাহিত করছি।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ