কক্সবাজারের টেকনাফে ইয়াবাসহ জহির আহাম্মদ (৫০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৫। গতকাল মঙ্গলবার (১ অক্টোবর) টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লেঙ্গুরবিল এলাকায় অভিযান চালিয়ে ১১০০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।
আটক মাদক কারবারি হলেন টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লেঙ্গুরবিল এলাকার মৃত মোজার মিয়ার ছেলে। র্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের ইনচার্জ লে. মির্জা শাহেদ মাহাতাব এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, মাদকদ্রব্য বিক্রি ও মজুদের গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদরের দক্ষিণ লেঙ্গুরবিল এলাকার জহির আহাম্মদের বসত-ঘরে অভিযান চালায় র্যাব। সেখান থেকে ১১০০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য সাড়ে ৫ লাখ টাকা বলে তিনি জানান।
উদ্ধার ইয়াবাসহ আটক মাদক কারবারীকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে সংশ্লিষ্ট আইনে মামলা করা হবে বলে তিনি জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ