কক্সবাজারের টেকনাফে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৫ এর সদস্যরা। গতকাল মঙ্গলবার (১ অক্টোবর) বিকাল ৩ টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরী এলাকায় অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়।
আটক মাদক কারবারিরা হলেন টেকনাফ সদর ইউনিয়নের দরগাছড়া এলাকার মৃত শেখ আহম্মদের ছেলে মোঃ ইউনুছ(৩৯) ও একই ইউনিয়নের উত্তর লম্বরী এলাকার মৃত নছত আলীর ছেলে আজিজুল হক(১৯)। র্যাব-১৫ এর রামু কক্সবাজারের অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী মোঃ শাহ আলম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে টেকনাফ সদরের উত্তর লম্বরী এলাকায় একটি অভিযানিক চৌকষ টিম অভিযান চালিয়ে কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ইয়াবাসহ ইউনুছ ও আজিজুল হককে আটক করতে সক্ষম হয়। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিদের দেহ তল্লাশী করে ৮০০ ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিকমূল্য ৪ লাখ টাকা বলে তিনি জানান। উদ্ধার ইয়াবাসহ আটক দুই মাদক কারবারিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে সংশ্লিষ্ট আইনে মামলা করা হবে বলে তিনি জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ