ব্রাহ্মণবাড়িয়ায় এনএসআই ও মাদকনিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযান চালিয়ে শহরের শিমরাইলকান্দি থেকে দু'জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। মঙ্গলবার রাতে শহরের শিমরাইলকান্দি এলাকায় মাদক বিক্রির সময় হাতেনাতে তাদের আটক করা হয়।
জানা যায়, আটক হওয়া ব্যক্তিরা হলেন শিরাইলকান্দি এলাকার মৃত হিরন মিয়ার ছেলে দুলাল মিয়া ও কাউতলী এলাকার মৃত তাজুল ইসলাম ভূইয়ার ছেলে আমির হোসেন ভূঁইয়া। তারা ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের আহমেদের উপস্থিতিতে মোবাইল কোর্ট এর বিধি মোতাবেক আসামি দুলাল মিয়াকে ছয় মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা এবং আমির হোসেন ভূঁইয়াকে চার মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করে জেলা কারাগারে পাঠানো হয়।
বিডি প্রতিদিন/ফারজানা