পটুয়াখালীর কলাগাছিয়া এলাকায় টমটম উল্টে গিয়ে চাপা পড়ে জহিরুল ইসলাম নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। আজ সকাল ১০টার দিকে গলাচিপা-বাউফল সড়কের কলেজ সংলগ্ন কলাগাছিয়া নামক স্থানে এ দুর্ঘটনা হয়। এ ঘটনায় ওই কলেজের আরও তিন ছাত্র আহত হয়েছে। এদের মধ্যে প্রকাশ নামের এক ছাত্রকে পটুয়াখালী জেনারেল হাসাপালে ভর্তি করা হয়েছে।
নিহত জহিরুল উপজেলার কলাগাছিয়া এসএম সেকান্দার আলী চৌধূরী ডিগ্রি কলেজের একাদশ মানবিক শাখার ছাত্র ছিল।
নিহতের সহপাঠীরা জানায়, উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের পানখালী গ্রামের মো. রফিক দস্তু’র পুত্র জহিরুলসহ কয়েকজন ছাত্র টমটমে কলেজে যাচ্ছিল। কলেজ সংলগ্ন স্থানে পৌঁছলে টমটমের চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। এতে জহির ছিটকে টমটমের নিচে চাপা পড়ে। ঘটনাস্থলেই জহিরের মৃত্যু হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।
বিডি-প্রতিদিন/মাহবুব