ময়মনসিংহের ফুলপুরে জাতীয় জন্ম নিবন্ধন দিবস ২০১৯ উদযাপন করা হয়েছে।
রবিবার দিবসটি উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পৌর শহরের প্রধান সড়কে র্যালি শেষে উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় 'জন্ম সনদ শিশু অধিকার, বাস্তবায়নের দায়িত্ব সবার' প্রতিপাদ্য বিষয়ে বক্তব্য রাখেন, সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম, পৌর মেয়র আমিনুল হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকী, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, ইউপি চেয়ারম্যান রোকনুজ্জামান রোকন প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন