কুমিল্লার চৌদ্দগ্রামে আটক ক্যাসিনোর মূল হোতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের অন্যতম সহযোগী এনামুল হক আরমানকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।
রবিবার রাত ১০ টা ৫০ মিনিটে র্যাব-৭ এর একটি দল আরমানকে কুমিল্লা কারাগারে নিয়ে যায়। পরে জেল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
আরমান ঢাকা দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি। বাড়ি নোয়াখালী জেলায়।
এর আগে র্যাব-৭ বাদী হয়ে আরমানের কাছে পাওয়া ১৪০ পিস ইয়াবা ট্যাবলেটের বিষয়ে কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করে।
এ বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন।
উল্লেখ্য, রবিবার ভোর ৫টায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কুঞ্জশ্রীপুর গ্রাম থেকে সম্রাট ও আরমানকে আটক করে র্যাব।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন