বাংলাদেশ শিল্পকলা একাডেমি পুরস্কাররপ্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নৃত্যশিল্পী শুক্লা সরকার কিশোরগঞ্জে দুর্গাপূজায় অংশ নিয়েছেন।
রবিবার পূজার মহাঅষ্টমীতে আরতি নৃত্যে অংশ নেন এ খ্যাতিমান নৃত্যশিল্পী।
দুর্গাপূজা উপলক্ষে শুক্লা সরকার পরিবারের কয়েকজন সদস্যকে নিয়ে তার জন্মস্থান কিশোরগঞ্জে আসেন। সন্ধ্যার পর তিনি সদর উপজেলার বৌলাই ইউনিয়নের পুঁথিপাড়া পূজা মণ্ডপে যান। তিনি সেখানে পূজারীদের সাথে কুশল বিনিময় করেন। এক পর্যায়ে ভক্তদের অনুরোধে তিনি আরতি নৃত্যে অংশ নেন। পরে তিনি মণ্ডপের কল্যাণে ১০ হাজার টাকা অনুদান প্রদান করেন।
এসময় তার সাথে ছোট ভাই আন্তর্জাতিক ক্রীড়াবিদ সুবল সরকারসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। পূজা উপলক্ষে সুবল সরকার দরিদ্রদের মাঝে বস্ত্র বিতরণ করেন।
অনুষ্ঠানে বৌলাই ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন, মণ্ডপ কমিটির সভাপতি নিরঞ্জন সেন, সাধারণ সম্পাদক রিপন সাহা, সদস্য নিহার রঞ্জন সেন, সজল রায় প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন