কুমিল্লার চান্দিনায় মহাঅষ্টমী তিথিতে মৃন্ময়ী দেবী দুর্গার অর্চনার সাথে নিজ নিজ মাতৃবন্দনা করেছে অন্তত ৩০ শিশু-কিশোর।
রবিবার চান্দিনা রাজ কালি বাড়ি দুর্গা মন্দিরে এক দিকে চলে মহাঅষ্টমীর বিহিত পূজা। আর দুর্গা মন্দিরে সন্নিকটে দেবীরূপে নিজ নিজ মাকে মাতৃবন্দনা করে ‘সনাতন বিদ্যাপিঠের’ অন্তত ৩০ শিশু-কিশোর।
চান্দিনায় প্রথমবারের মত মাতৃবন্দনার এমন আয়োজনে উপস্থিত সকল ভক্ত ও দর্শনার্থীরা আয়োজকদের ধন্যবাদ জানান।
রাজকালী বাড়ির সেবায়িত রতন ভট্টাচার্য্য জানান, স্বামী বিবেকানন্দ তার এক বাণীতে বলেছেন ‘সন্মুখে দেবতা রেখে, দূরে কেন খুঁজেছ ঈশ্বর’। যার যার মা তার কাছে ঈশ্বর স্বরূপ। মাতৃবন্দনার মধ্য দিয়ে মায়ের প্রতি শ্রদ্ধ-ভক্তি বাড়বে এটাই স্বাভাবিক। আর তাদের (যারা মাতৃবন্দনা করেছে) দেখে উপস্থিত সকলেই নিজ-নিজ মাকে ঈশ্বররূপে ভক্তি করবে। আমি মাতৃবন্দনার আয়োজকদের ধন্যবাদ জানাই।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন