ভোলার মনপুরায় আলাউদ্দিন মোল্লা (৪০) নামে এক ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি মনপুরা বাজারে সার ও কীটনাশক ব্যবসায়ী। সোমবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফোরকান আলী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রবিবার দিবাগত রাতে মনপুরা বাজার থেকে বাড়ি ফিরছিলেন আলাউদ্দিন। পরে বাড়ির সামনে পৌঁছালে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলাকেটে তাকে হত্যার পর পালিয়ে যায় দুর্বৃত্তরা। টের পেয়ে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/মাহবুব