ময়মনসিংহের ফুলপুরে ধর্ষণের ১৩দিন পর মমিন খা (৫০) নামে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মমিন খা'র বাড়ি উপজেলার বওলা ইউনিয়নের কুকাইল গ্রামে।
একই গ্রামের ৩২ বছর বয়সী ভিকটিম ধর্ষণের অভিযোগের এনে তার বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় পুলিশ তাকে গ্রেফতার করেছে।
ওসি ইমারত হোসেন গাজী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামি মমিন খাকে আজ সোমবার ময়মনসিংহ আদালতে প্রেরণ করা হবে।
বিডি-প্রতিদিন/মাহবুব